হেমন্ত-বিকেলে আজ

হেমন্ত-বিকেলে আজ স্ট্যান্ডের কিনারে দাঁড়িয়ে
কোনও এক পুকুরের স্মৃতি মনে পড়ে
মন্থর মেঘের মতো পাড় দিয়ে কোন সব লোক
মিশে গেছে: তার স্থির জলের ভিতরে
মনীষীরা শহরের বৃশ্চিক কৰ্কট মেষ ন্যায় অন্যায়
মাপ করে ঘড়ি ধ’রে— গোলাকার পরিমাপ পায়
রোদের ফিকিরে ধরা প’ড়ে গিয়ে তবুও পুকুর
সবুজ শরের থেকে রোদকে বিদায় ক’রে দিয়ে
প্রান্তরের ফাঁকে নীল আকাশের মতো
অপরাহ্নে রয়েছে দাঁড়িয়ে
সাতটি ধূসর হাঁস— না দেখে নিজের মনে নুয়ে
জলের ভিতরে সাত হাঁসের ছবিকে যায় ছুঁয়ে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা