যখন নগরী আরও অন্ধকার

যখন নগরী আরও অন্ধকার হয়ে গেল
শত্রুপক্ষ কাজ সাঙ্গ ক’রে দিয়ে চ’লে গেছে ব’লে
তখন এ-পৃথিবীকে মনে করা যেত যদি— জাহাজের মতো
কোয়েরেন্টিনে থেমে মুক্ত তবু,— চলেছে মুখ্যত
(চুম্বক-দ্বীপের পানে)
অদ্ভুত মিহিন এক অনুভূতি রয়ে গেছে তোমার তা হলে
চারি-দিকে শব্দ শোনা যায় সব কানের নিকটে সমুদ্রের:
এই মহাভারতের যুগ— ঐ শল্য, কর্ণ, কৃষ্ণ— কেউ মৃত নয়
প্রতিধ্বনি নয়—
সব উর্বর ক্যাটগাটগ্রন্থি দিয়ে গ্রথিত সময়
অবিরাম ইহুদি’র নির্গমন, প্রত্যাগমনের।
টের পাই।
কান খাড়া ক’রে আর্ত কুকুর যেমন
একান্ত আবিষ্ট দূর মনিবের বিপন্ন সত্তায় বিচরণ
জেনে ফেলে;— বরুণ, নাগিনি, যম যেমন সে-কুকুর’কে পেয়ে যায় টের।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা