গোলটেবিলের জীব
সমাপ্ত হয়েছে আজ ভয়াবহ বাঁকে এসে এখন কথার দিন তবে
যদিও মঞ্চের ‘পরে চ’ড়ে আজও ঢের ব্যবসায়ী
অতীত, অগ্রিম কথা ব’লে যায়— কালো কঁচি-কাটা
জন্তুর ছবির মতো জেগে উঠে রক্তিমাভ সূর্যের পরিপ্রেক্ষিতে
তবুও সকল কথা অন্ধকার সমাধির থেকে ক্রমে উঠে
পুনশ্চ রাত্রিকে চায় ভ্যাম্পায়ারের মতো উড়ে
আমাদের অবিকল বিকলতা সাঙ্গ হবে না ক’
যদি না ওদের উষ্ণ, অবিস্মরণীয় সরলতা
ছেড়ে দিয়ে অবশেষে আমাদের পরস্পরের
গোলাভ টেবিল ঘিরে বসি পুনরায়
পৃথিবীও গোল ব’লে— ব্রহ্মাণ্ডও অনুরূপ গোল।
Comments
Post a Comment