কোনও এক নারীকে

আমাদের জলের উপর দিয়ে পৃথিবীর
আমাদের প্রান্তরের পরে
যেই দাগ কেটে গেছ তুমিও, মানব
কোনও এক পূর্ণতর স্বচ্ছতার তরে
কিংবা কোনও জমকালো নরকের আবির্ভাব চেয়ে
সবই রয়ে গেছে এই মানুষীর মুখের ভিতরে।

আশ্চর্য অমূল্য মাথা
দ্বিরাগদর্শনযন্ত্রে মণির মতন
বহুধা আভার মতো।
কোথাও রয়েছে তবু দার্শনিক, আত্মসচেতন
মোমের আলোয় যার কাছে চির-দিন
লোষ্ট্রের মতন: জল, উর, বেবিলন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা