আজ এই পৃথিবীর
আজ এই পৃথিবীর অবিচল প্রলাপকে
যখন গুমোট মনে হল
তখন বিশ্রুত সাড়া মনের গুহায়
বৃষ-রাশি ছুঁড়িতেছে বৃশ্চিকের গায়ে
পৃথিবীর তিক্ত রাতে
কিন্তু এই মনের ভিতরে
ভূগর্ভে গম্বুজ এক
শব্দহীন বাতায়ন
নির্জন প্রাকার
আঁকাবাঁকা সিঁড়ি নিচে
নেমে গেছে সমুদ্রের পানে
পৃথিবীর হিংস্রতম সিংহেরও প্রাণে
সেইখানে জেগে ওঠে ভীতি
মোমের ফেনার মতো দুগ্ধসাদা ঢেউ সব
প্রসববেদনাতুর, হংসডিম্বাকৃতি
যেমন যুবার মৃত্যু হয়ে গেলে
জ্ঞানবৃদ্ধ পিতামহ— জীবনের মানে
আরও স্থির— চর্মচক্ষুহীন ভাবে জানে।
Comments
Post a Comment