কত দিন পোড়া জ্বর

‘কত দিন পোড়া জ্বর জ্বালাবে নাগাড়ে
বিছানায় প’ড়ে আছি— আছি শুধু— যম ঠিক আছে চুল ধ’রে
ময়নাটা খাবার খায় তো রোজ
আমাকে করে নি খোঁজ
ময়নাটা যায় নি তো ম’রে-‘

‘না— না— মরে নি ক’
রাজু ঘোষালের বৌ এসে
ক’রে যায় পাখিটার খোঁজ
খাবার খাওয়ায় এসে রোজ
মায়ের মতন ভালোবেসে-‘

রাজু ঘোষালের বৌ আজও আসে
ময়না খাবার আজও খায়
কেউ তবু বলে না ক’ আর:
ময়নাটা খেয়েছে খাবার?
কী ভীষণ নিস্তব্ধতা, হায়!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা