রামেশ্বর ঘোষ

যে-মানুষ— মনে হল নীরেনের— এই তো একটু আগে জন্মেছিল অরণ্যের পাখসাট হতে
দুইটা কালচে ডানা নীলাকাশে সরিতেছে কী ভীষণ শান্ত— উপদ্রুত—
রামেশ্বর ঘোষ যেন ধূসর বিরাট জোব্বা প’রে তার তীরন্দাজ অর্ণবপোতে
ছুটিতেছে বিকেলের বঙ্গোপসাগরের পারে শকুনের মতো পরিপ্লুত

এ-রকম উচ্চাটন পেয়েছিল রামেশ্বর ঠাকুর্দাদা ১২৫২ থেকে ১৩১৫-১৬ সালে
১৩৪০ সালে ইনসিওরেন্স কোম্পানির ক্যালেন্ডারে গ্যাব্রিয়েল দেয়ালের থেকে
চেয়ে দেখে শোলার টুপিটা যেন এক ঢিবি মিঠে কেক— বিড়ি খায়— কেরোসিন-কুপি কালি জ্বালে
বড়ো মিষ্টি কেক দিয়ে হাভাতে জোচ্চোর কেন সারা-রাত মাথা রাখে ঢেকে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা