যা হল না তা-ই ভেবে
যা হল না তা-ই ভেবে সারা রাত রয়েছি একাকী
কখন ভোরের বেলা বাবলার ডালে বসে পাখি
ছোট পাখি
গেছে ডাকি
তাই
জানালা দিলাম খুলে চুপে
আলো রোদ পাখি নবজীবনের রূপে
ছোট মেয়ে চেয়ে আছে— ছোট
বাবা, তুমি ওঠো— ওঠো— ওঠো।
যা হল না তা-ই ভেবে সারা রাত রয়েছি একাকী
কখন ভোরের বেলা বাবলার ডালে বসে পাখি
ছোট পাখি
গেছে ডাকি
তাই
জানালা দিলাম খুলে চুপে
আলো রোদ পাখি নবজীবনের রূপে
ছোট মেয়ে চেয়ে আছে— ছোট
বাবা, তুমি ওঠো— ওঠো— ওঠো।
Comments
Post a Comment