যা হল না তা-ই ভেবে

যা হল না তা-ই ভেবে সারা রাত রয়েছি একাকী
কখন ভোরের বেলা বাবলার ডালে বসে পাখি
ছোট পাখি
গেছে ডাকি
তাই
জানালা দিলাম খুলে চুপে
আলো রোদ পাখি নবজীবনের রূপে
ছোট মেয়ে চেয়ে আছে— ছোট
বাবা, তুমি ওঠো— ওঠো— ওঠো।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা