অনেক লিখেছি গান

অনেক লিখেছি গান নদীর উপরে আমি; তবুও সে-সব
নদী; তুমি নও কিছু— মানুষের মন থেকে তুমি ঢের দূরে
নিজের মনের থেকে আমিও যেতেছি খ’সে— আমিও নদীর সুরে
বেগুনি মেঘের থেকে মেঘে-মেঘে ছুটে গিয়ে করি উৎসব
চিলের সোনালি ডানা যেখানে নদীর জলে করে ছরছর
সেইখানে মাছরাঙা খেলনার লাটিমের মতো পড়ে ঘুরে
মৌমাছি মধু নিয়ে ঢেউয়ের উপর দিয়ে নরম দুপুরে
উড়ে যায়;— চারিদিকে ছবি— খেলা— সাধ শুধু— রেশমি— নীরব

এই সব আঁকিতেছ, নদী, তুমি— মৃদু তুমি— কোমল— নিবিড়
রং তার— অথবা রক্তাক্ত তাহা— বাষ্প শুধু— আঁধার কুয়াশা—
শবের ওপারে ধান রেখেছে সবুজ ক’রে নদীটির তীর
অথবা নদীর পারে নীল বনে হরিণীর নীড়ে ভালোবাসা
চিতা এসে নষ্ট করে— ব্যথা নয়: এই সব ছবির ভিতরে
কর্ণফুলি— অ্যামেজন— মিসিসিপি— খেলা করে— শুধু খেলা করে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা