অনেক সমুদ্র পাড়ি দিয়ে
অনেক সমুদ্র পাড়ি দিয়ে আমি (এসে গেছি) এই দেশে
এসে গেছি— কেননা এখানে শুধু— সব দিকে— সর্বদাই
বিকেলের আলো— জানালা রুদ্ধ ক’রে রেখে দিলে তবু তার কাঁচের ভিতরে
সূর্য হাসে— আমার আত্মাকে এক সাদা সারসের
ক্রীড়া মনে ক’রে— মানুষের চিন্তা তবে অন্ধকার
জলের মতন এক নিরয়ের হ্রদে
মানুষের দেহসত্য— যখন মানুষী নেই কাছে
চারি-দিকে বিকেলের আলো জ্বলে— কোনও অশরীরী
সমুদ্রের বালি থেকে আয়নায় অগ্নি পেয়ে চির-দিন
ধবল মেঘের মতো মূর্তি ধ’রে বাতাসেরা অনর্গল
মুহূর্তেই জাদুবলে হয়ে যায় সাদা পায়রা’র ভিড়
কাঁচের গেলাসগুলো সেই শব্দে মুখরিত হয়ে
ভেঙে যায়— আশ্চর্য প্রত্যাশা নিয়ে ফিরে আসে মুহূর্তেই
বড়ো সাদা পাথরের টেবিলের ‘পরে স্বচ্ছ জলের আগুনে
আকণ্ঠ উজ্জ্বল হয়ে— বিকেলের বিছানায় আমার দেহকে
সম্রাটের শটিত শবের মতো মনে করে তারা
আরণির কিরণের মতো জ্বলে
যখন সকল মাঠে বায়ুর ভিতরে
বিকেলের অফুরন্ত রৌদ্রের অনন্ত তিমির।
Comments
Post a Comment