যদি সুলতান হতাম

যদি সুলতান হতাম— হয়তো এই জিনিস করতাম
সেই জিনিস করতাম
অনেক অন্ধকার পাপ হৃদয়ের ভিতর জেগে ওঠে
আমার নাম নীরো বুয়োর আত্তিলা তৈমুরের সাথে মিশে যেত
যেত না কি?
এই সমুদ্রের পাশে নক্ষত্রের রাতে
অন্ধকার পাপ বোধ করছি
যেমন হয়তো অ্যাবাইডস বোধ করেছিল
পতিফার-বধূর মতো অন্ধকার পাপ বোধ করেছে আমার হৃদয়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা