স্বর্গীয় ঘোড়া

যখন স্বর্গীয় ঘোড়া উড়ে গেছে তুলা কন্যা মিথুনের দিকে
কাহিনির সম্রাজ্ঞীরা অনেক আশ্চর্য গল্প ব’লে
আমাকে গিয়েছে ফেলে— শীর্ণ মানবক এক— খোলার বারিকে
তাহাদেরই কারু জুড়ি ছিলাম আসলে
এই ভেবে অগ্নির অক্ষরে নাম লিখে

খানিক মশা’কে আমি দিয়ে দেই নর্দামার কাছে;
খানিক সে আত্মক্রীড় কুকুর’কে— আজও শুক্ল ঋষি উপবাসে;
খানিক লেজুড়হীন বলদ’কে উচ্চতর জ্যামিতির মতো ঘানিগাছে
ভারতীয় মায়াবীর দড়ি ঐ মিশে যায় নিবিড় বাতাসে
হে প্রতিভূ মৃত্তিকার, এই সব গাড় স্বর্ণ-এনামেল আমাদের আছে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা