এখন সময় হল
এখন সময় হল— তার পর বুঝে গেছ তোমরাও— হয়তো-বা
আমাদের এ-জীবন বিকেলের অবশিষ্ট, নিরুত্তেজ রোদে
দীর্ঘতর ছায়ার প্রমাণ পায়— ক্লান্ত এক বৃক্ষের থেকে
এই শেষ অন্তঃসার আমাদের— এই সমুৎসুক ছায়া
আরও লম্বা— শীর্ণতর হয়ে গিয়ে ক্রমে
আশ্চর্য বিস্তৃতি পায় তার পর— যখন সকলই ছায়া।
গভীরতা পেয়ে যায় অসীম অদূরবর্তী বৈতরণী নদীটির মতো
যাহার হৃদয়ে নেমে বালকের হাত থেকে নিক্ষিপ্ত পাথর
হুয়েনৎসাঙের মতো সমীচীন নাক নিয়ে— সারা-দিন হেঁটে
তবুও পায় না কিছু— কিছু নেই— কখনও ছিল না তলদেশ।
Comments
Post a Comment