কখন নীরব হল এই রাত
কখন নীরব হল এই রাত— কারা যেন কাছে ছিল— কোন পথ দিয়ে
চ’লে গেছে— জানি না ক’; সহিষ্ণু গ্যাসের আলো স্তব্ধ হয়ে আছে সারি-সারি
আবার জুতোর ফিতে বেঁধে ফেলে— ধীরে-ধীরে রাতের শিশির মুছে নিয়ে
মনে হয়, আমিও পাখির মতো হতে পারি, চুপে-চুপে উড়ে যেতে পারি
উড়ে যেতে পারি এই জীবনের থেকে যেন— ভাবি আমি; খাঁচার ভিতর
এমন নির্জন রাতে পাখিরাও সারা রাত চুপে-চুপে করে পায়চারি
তাহারা ঘুমায় না ক’— কথা ভাবে;— চারি দিকে শান্ত রাত পালকের ‘পর
ইচ্ছা স্নিগ্ধ হয়ে আসে— তখন মৃত্যুর কথা বিরহের কোনও কথা নাই
শহরের পথ থেকে পথে হেঁটে আমিও পাখির মতো করেছি নির্ভর
জীবনের ‘পরে নয়— এক-আধ মিনিটের ইতস্তত বিস্ময়ের ‘পর।
Comments
Post a Comment