যেমন নিজের কোলে
যেমন নিজের কোলে সিন্ধু করে নুন আস্বাদন;—
সে-জিনিস মৃত্যু নয়— কোলাহল— হিংসা নয়
চির-কাল একটি নির্জন সংঘটন
মানুষের সমাপ্তিও এ-রকম।
“হয়তো পায়ের নিচে কোনও মাটি নেই আজ তার?”
“যদিও পায়ের নিচে নৃমুণ্ডের স্তূপ থাকে সততই
এবং সে-সব পেতে নিতান্ত মাটির দরকার।”
Comments
Post a Comment