যেমন নিজের কোলে

যেমন নিজের কোলে সিন্ধু করে নুন আস্বাদন;—
সে-জিনিস মৃত্যু নয়— কোলাহল— হিংসা নয়
চির-কাল একটি নির্জন সংঘটন
মানুষের সমাপ্তিও এ-রকম।

“হয়তো পায়ের নিচে কোনও মাটি নেই আজ তার?”
“যদিও পায়ের নিচে নৃমুণ্ডের স্তূপ থাকে সততই
এবং সে-সব পেতে নিতান্ত মাটির দরকার।”

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা