জলমাকড়ের নাচ

জলমাকড়ের নাচ কেমন বলো
ঠান্ডা হৃদের জল— মখমল বিছানার মতো
সূর্যালোকে এই তার গভীর ব্যসন
আমারেও করে আকর্ষণ

আমি চক্ষুষ্মান— তাই
পৃথিবী দেখেছি খুঁজে— কোনও নৃত্য নাই
অভীপ্সা দেখেছি খুঁজে— নাই ধর্মাশোক
বৈদূর্যমণির মতো চোখ

মৃত এক দেয়ালিপোকার
মনে হয় দূরতম দ্বীপপুঞ্জে ঘুরে ফিরিবার
সমুদ্রের শব্দ এসে এখানে দাঁড়াল
প্রিয়তম বদ্বীপের— সূর্যের আলো।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা