দেবাকৃতি দেখা যায়

মাঝে-মাঝে দু’-একটি দেবাকৃতি দেখা যায়
ব’সে আছে নিরঙ্কুশ চীনের উদ্যানে
তবু তার দৈবত বিধৃতি কত দূর
পরিপক্ব দানবেরা জানে

আমি তার প্রতিকৃতি রেখে দেব
একেবারে কর্নিশের কাছে
কারণ নমুনা আরও হ্রস্বদীর্ঘাকার
টেবিলে উপুড় হয়ে আছে

সেখানে রয়েছে প’ড়ে কয়েকটি সৌম্য মূর্তি আধো-নগ্নতায়
সেকালের শ্রেষ্ঠ সব দার্শনিকদের
প’ড়ে আছে পরিত্যক্ত বইয়ের কঙ্কাল
সেই সব ডাইনোসর পেত যদি টের।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা