চেয়ে দেখি

চেয়ে দেখি— একটি মানুষ রোজ রৌদ্রের ভিতরে
খেত চাষ ক’রে ফেলে— অন্ধকার হলে
চ’লে যায় সাত বার সাত রশি দূরে এক ঘরে
পিপুলের ডালে পেঁচা, ঘাসে ঢিল, মাঠের শেয়ালদের ব’লে;—

কী সে কথা ব’লে যায়— কী সে কাজ ফেলে
চ’লে গিয়ে আধাআধি ব্যথা পায় মনে
সে-সব নক্ষত্র জানে— জন্তুরা জানে
আর সব মৃতেরা— চুনের আস্তরণে

যদিও আমার কাছে আছে তার
উইয়ে-কাটা ইতিহাসভরা ঢের কথা
তবুও নিড়োনো খেত নিজের চেয়েও দীর্ঘতম—
নিরুদ্দেশে ছুঁড়ে ফেলে সে-সব মমতা।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা