সম্রাটের সৈনিকেরা ঘুমায়েছে

সম্রাটের সৈনিকেরা ঘুমায়েছে বিছানায়
তাদের পিঙ্গলা নাড়ি কাজ করে তবু:
তাহাদের ঈড়া। অগ্রসর হয়; ভয় পায় না ক’।
আমরাই শুধু মৃত্যু সৃষ্টি করি
নতুন রক্তিম লিপি পড়ি
আমাদের অনন্য দেয়ালে
লঘু রেশমের মতো মাকড়ের জালে
বোধ করি পর্বতের গৃধু ভার
লুকায়ে ঘুমাতে গিয়ে রাত্রি আছে— মহীয়ান
বাবুইয়ের আমলকী-বাসা তবু শূন্য— অন্ধকার
জতুগৃহে ঘুমন্তেরা মৃৎকার্পাসের মতো অম্লান।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা