হেমন্তের শাল্মলি বন
মাঝে-মাঝে মনে হয়
হেমন্ত-সন্ধ্যায় ঐ বৃক্ষদের মুখ দেখে
আবছায়া নদীর দর্পণে:
যে-বিতর্ক লোপ পায় বালিকার মেধে
অথবা যুবার চিত্তে অকাল জটার মতো আশ্চর্য নির্বেদে
কিংবা যোদ্ধাদের প্রাণে সারা-দিন কেতন-নৃত্যের জেরে ক্ষিপ্ত কুকুর-গর্জনে
তবু মানুষের সাথে মূর্ত পরিচয় চেয়ে নিশীথের ভূমিকায়
সেই সব চিন্তা এসে শিল্পীদের হৃদয়ে দাঁড়ায়।
Comments
Post a Comment