আমি যে সংসারে মন দিতে চাই

আমি যে সংসারে মন দিতে চাই, আমি যে বাঁধিতে চাই পৃথিবীর মানুষের মতো
বাসা এক; আমি যে বন্দরে যাই— অন্নের উপায় করি— স্বামী হই, পিতা হই আমি;
আমি যে ভিড়ের গন্ধ গায়ে মাখি দিনরাত; আঁধারে ঘুমাই— রৌদ্রে কাজে ইতস্তত
ঘুরে ফিরি;— সংসারের কাজ কথা;— হাটের ভিতরে আমি অলক্ষ্যে যে পড়িতেছি নামি—
এইসব ছেড়ে দিয়ে, হে হৃদয়, চ’লে যাও অঘ্রানের পাড়াগাঁর ম্লান তেপান্তরে,
যেখানে বটের বুকে দাঁড়কাক বাঁধে বাসা— রাঙা পশমের মতো ফলগুলো ঝরে
শুকনো পাতার ‘পরে; যেখানে সন্ধ্যার বক শঙ্খের মতন সাদা পাখনা ভাসায়
কামরাঙা-রক্ত মেঘে— তিন-শো বছর ধ’রে কোন্ অভিমানী মঠ দেখা যায়;
খড়কুটো মুখে নিয়ে শালিখ উড়িয়া যায় কান্তারের ঘাস থেকে প্রান্তরের ঘাসে
শুকতারা ফুটিতেই রূপসি প্রেতিনী সেই শঙ্খমালা দেখা দেয় মাঠের বাতাসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা