মরফিন ইঞ্জেকশন

মরফিন ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার
আজ তুমি গোলকের দ্বারে
মুখোমুখি এইখানে বসেছি চেয়ারে— অন্ধকারে
তোমার হৃদয়ে ঢের কথা পেতে তুমি
অন্তত দু’-দশ ঘণ্টা আবার পিছায়ে যেত যদি
কালও তুমি রোগশয্যায় শুয়ে— প্রায় দশটা অবধি
ডিক্টেট করেছিলে— তোমার কেরানি টাইপ করেছিল—
ঢের দূরে গুমোটের রাত ভ’রে উষ্ট্রগুলো বিচরণ করেছিল গোবি-মরুভূমি
সারা-রাত কোটি-কোটি মানুষেরা জেগে থেকে ক’রে গেছে অনুভব
নিদ্রা এক অমোঘ জিনিস
তবু আজ— তবু শুধু— সূতিকার শিশুদের তরে
সেই সব মৃত দিন, মৃত জননীরে পেয়ে আমরা ঘুমাতে যদি পারিতাম দোলনার ‘পরে

তবুও গলায় দড়ি দেয় নাই— জীবন অমোঘতর আশীর্বাদ যেন
কোনও বোমা— কোনও গ্যাস— তাহার নিকটতম অন্ধকার অভিসন্ধি ছাড়া
অসীম— নিঃস্বার্থ— এক নিদ্রায় চোখের আলোর লোভ কেন— নিভে যাবে কেন
সারা-জীবনের সব ফাইলগুলো কোনও দূর আলেকজান্দ্রিয়ার
লাইব্রেরিতে স্থান পাবে না কি
আহা, সে বলিত যদি: সারাটা জীবন আমি ছিপ হাতে
মরুর বালির ‘পরে মাছ ধ’রে গিয়েছি একাকী
মুখোমুখি দারা-পুত্র-পরিবার প্রসন্ন নদীর মাছ, কী ক’রে বলিবে?

ডাক্তারের মরফিয়া’র প্রক্রিয়াটা উপযুক্ত হ’লে
আবার প্রাণের শব্দ শোনা যাবে
বিকেল তিনটে হলে চায়ের টেবিলে— চীনে-বাসনের মতন প্রভাবে

সব লাল-ফিতে ফাইল শিডিউলের নিমেষেই মৃত্যু হয় যদি আমি বলি
শেক্সপিয়র’কে সে অমনই বিস্মৃতির অন্ধকারে দেবে জলাঞ্জলি:
‘এ-পিঠ ও-পিঠ শুধু ছাইয়ের— নয় চিরন্তন-‘
হয়তো-বা মাঝে-মাঝে আনকোরা প্রবাসী’র মলাটের ‘পরে তার মন
মখমল থাবা রেখে বুড়ো এক বিড়ালের মতো
সেই মাইলস্টোনটাকে ফেলে রেখে হেঁসেলের দিকে চ’লে যাবে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা