পৃথিবীর ক্লান্তিহীন বাতাসের

পৃথিবীর ক্লান্তিহীন বাতাসের পরে
পৃথিবীর ক্লান্তিহীন জলের উপর দিয়ে ক্রমে
তবুও সঙ্গীত এসে হৃদয়কে অবসন্ন করে
চারি-দিকে লবণের মূর্তি সব ভেঙে যায় নিজের বিভ্রমে
স্বয়ং নিসর্গ তার হৃদয়কে গড়েছিল, মনে হয়,
জন্তুর মতন অসংযমে।

লণ্ঠনের মতো আলো লেগে থাকে বহু ক্ষণ
যেখানে সকল মেঘ স’রে গেছে বড়ো এক ভূমিকায় নিয়ে
কনফুশিয়াসের মতো সূর্যকে— তবুও সে অত্যধিক সম্প্রসারণ
হয়েছিল ব’লে তার প্রদীপ কমিয়ে
আমাদেরও মিশে যেতে বলে ক্রমে
বিকীর্ণ নুনের পথ দিয়ে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা