শূন্য রূঢ় অসুন্দর
শূন্য রূঢ় অসুন্দর: কত বার ঘুরে-ফিরে দেখিতেছি তাহাদের পৃথিবীর পথে:
দিন-রাত ঐ বস্তিটা… গলায় ঝুলিছে দড়ি তরুণীর… জ্যোৎস্নার স্নিগ্ধ চরে বার-বার গুলির আওয়াজ
ইচ্ছা হয় কোনও দূর প্রান্তরের কোলে গিয়ে শ্যামাপোকাদের ভিড়ে— কাশ-মাখা সবুজ শরতে
ব’সে থাকি; আবার নতুন ক’রে গড়ি সব; আবার নতুন ক’রে গড় তুমি; বিধাতা, তোমার কাজ
সাঙ্গ হয় নাই
মানুষ ঘুমায়ে থাক— এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাক— কাঁচপোকা মাছরাঙা পানকৌড়ি দোয়েল চড়াই
এক দিন হবে না কি তা-ই?
বিধাতা, তোমার কাজ সাঙ্গ হয় নাই।
Comments
Post a Comment