বেদিয়ার দল
ঢের দূরে খড় নাড়া পাতা জ্বেলে বেদিয়ার দল
শীতরাত কাটাতেছে
এ-জীবন বিধাতার ভালোবাসা নয়
এরা তাহা জানে
মাঝে-মাঝে ম’রে যেতে চায়
তবু
বহু দিন পরে এই মাঠ রবে— জীবনের শীত ব্যথা আগুনের প্রয়োজন
নতুন বেদেরা এসে একে-একে বুঝে নেবে সব
ঝ’রে যেতে চা’বে
শুধু
বাদামি মোমের মতো বেদে-মেয়েদের দেহ— ইচ্ছা— অভিলাষ—
এইখানে এই আড়ম্বর
এই এক— এইটুকু; রোদে পাখি ঘাস কীট প্রাণ
ধানের ছড়ার মতো বেঁচে থাকে তাই
ওরা
এক খণ্ড আকাশের মতো
সমস্ত সৃষ্টির মতো
যারা আর সৃষ্ট হল না ক’
(সৃষ্ট হয় না ক’)
আমি তাই
মাঠ— শীত— অন্ধকার— নক্ষত্রের নির্জন তীক্ষ্ণতা
বেদিয়ারা তাহাদের সব—
এই দিয়ে এই (স্কেচ) গড়িয়াছে।
Comments
Post a Comment