এত দিন ডাকি নাই

এত দিন ডাকি নাই— তবু আজ— আজ তুমি চ’লে আসো কাছে
রেলের লাইনের পাশ দিয়ে আমি চলিতেছি মেঠো পথ ধ’রে
এমনই তো বিকালের অন্ধকারে এইখানে ছিলে মনে আছে
এই উডল্যান্ড ছিল এক দিন তোমার মতন ঘ্রাণে ভ’রে
এখানে ঘাসের পথে আমাদের চোরকাঁটা ফুটেছে কাপড়ে
এখানে পাখির নাম জানি নাই,— গান শুধু শুনেছি বিকালে
সন্ধ্যায়— তারপর অন্ধকারে মাটির আঘ্রাণ মনে পড়ে
বাতাসের ফোঁপানি— সে মনে পড়ে বাবলার বকুলের ডালে

বিকালের অন্ধকারে মাঠের হেমন্তে আজ বেড়ায়েছি একা
সেই সব পাখিদের গান আমি শুনিয়াছি— আড়ষ্ট এমন!
তোমার ভূতের সাথে হলুদ ঘাসের ‘পরে হ’ল যেন দেখা
আগুনের মতো কেঁপে— হাতের হাঁড়ের মতো সাদা সে কেমন!
আমারে সে দেখা দিয়ে দাঁড়াল না— চ’লে গেল আলেয়ার পাছে
এত দিন ডাকি নাই— তবু আজ— আজ তুমি চ’লে আসো কাছে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা