কোনও স্থবির কবির প্রতি
দেহ ক্রমে হয়ে যায় চীবরের মতো
আমি অ্যামেবিয়াদের কাছে ঋণী
অবশেষে রাসভের ভিড়ে প’ড়ে
আরবমরুর মনস্বিনী
(খচ্চরের জন্ম দিয়ে) প্রসবিনী।
সময় ক্রমেই আরও উজ্জ্বল ক’রে যায় দ্বীপ
সুন্দর ভীষণ এক প্রমত্ততা নামে
ক্রমে যেন নক্ষত্রের আবর্তন শুরু হয়
তোমার মাথার কঠিন ক্রানিয়ামে।
Comments
Post a Comment