মাঠের সবুজ ঘাস
মাঠের সবুজ ঘাস এখানে হলুদ রং ধরে নাই, আহা
চৈত্রের দুপুর ঘিরে ছড়াতেছে জামের প্রকাণ্ড কালো ছায়া
আমার নাকের ‘পরে, আমার চোখের ‘পরে— হৃদয়ের ‘পরে
চারি-দিকে অশথের হিজলের ডালগুলো মর্মরে— মর্মরে
ঘুঘুর পাখার গন্ধে ভ’রে আছে দুপুরের বাতাসের পথ
শান্ত রূপবতীদের মতো এক বুকভাঙা স্বপ্নের জগত
তাহাদের,— চেয়ে দেখ অই দিকে মাঠে-মাঠে প’ড়ে আছে খড়
যত দূর চোখ যায় রাজপুত্র নাই— তার আছে তেপান্তর
অই মাঠে— মাঠ থেকে মাঠে-মাঠে তবুও ঘোড়ার পিঠে চ’ড়ে
বাতাসের সাথে ভেসে চৈত্রের দুপুরে কার প্রাণ যেন ঘোরে!
কার প্রাণ?… নদীর জলের থেকে উড়ে যায় দুপুরের বক
যাহাদের কোনও দিন দেখিব না আমি আর— তাদের কুহক
মায়ার মতন মুখ বেতের ফলের মতো ম্লান চোখ তুলে
ঘোড়ার লেজের মতো কালো-কালো সুদীর্ঘ কেশের জাল খুলে
ডুবে যায়… ভেসে আসে দুপুরের হু-হু করা গভীর বাতাস
আকাশে চিলের বুকে ঘুম নাই— কেঁদে ওঠে প্রান্তরের ঘাস—
Comments
Post a Comment