জানি না কোথায় তুমি

জানি না কোথায় তুমি— শরের ভিতরে সন্ধ্যা যেই আসে— নদীটি যখন শান্ত হয়,
যখন কাঁদে না আর শঙ্খচিল— (একা চুপে উড়ে যায়)— ঝিঁঝিগুলো চুপ ক’রে রয়,
তখন তোমার মুখ— তোমার মুখের রূপ— আমার হৃদয়ে এসে ভিজে গন্ধে চাঁপার মতন
ফুটে থাকে; শঙ্খচিল তালবনে ডুবে গেছে— নরম সন্ধ্যার রঙে নীল হয়ে আছে শরবন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা