জানি না কোথায় তুমি
জানি না কোথায় তুমি— শরের ভিতরে সন্ধ্যা যেই আসে— নদীটি যখন শান্ত হয়,
যখন কাঁদে না আর শঙ্খচিল— (একা চুপে উড়ে যায়)— ঝিঁঝিগুলো চুপ ক’রে রয়,
তখন তোমার মুখ— তোমার মুখের রূপ— আমার হৃদয়ে এসে ভিজে গন্ধে চাঁপার মতন
ফুটে থাকে; শঙ্খচিল তালবনে ডুবে গেছে— নরম সন্ধ্যার রঙে নীল হয়ে আছে শরবন।
Comments
Post a Comment