তুমি আর আসিলে না

তুমি আর আসিলে না,— আমি
পৃথিবীর পথে-পথে নারীদের মুখে চেয়ে কত বার গিয়েছি যে থামি
তোমারে খুঁজেছি আমি— তোমারে চেয়েছি আমি তাহাদের মাঝে
তার পর তবু এক শূন্য গুহা প’ড়ে থাকে— ভাঙা ফাটলের মতো বুকে এসে বাজে
এই দিন, এই রাত্রি, এই চিন্তা, প্রয়োজন— এই কাজ কথা
তুমি আর আসিলে না— তবুও জানিতে তুমি প্রেম আর প্রেমের গভীর একাগ্রতা

তুমি আর আসিলে না,— তুমি
আসিলে না আর; হৃদয় শিশুর মতো কত মিথ্যা রাঙা ঝুমঝুমি
হাতে ক’রে খেলা করে,— খেলা করে— খেলা করে আমার হৃদয়
বেদনায় কেঁদে ওঠে তার পর,— জানো তুমি সে তো শিশু নয়,—
আমার হৃদয়;—
জীবনের কলরোলে চ’লে গেছ— যেইখানে গাঢ় উষ্ণ অভিসার— পৃথিবী অধীর
তোমারে নিয়েছে ডেকে লবণাক্ত সেই মধ্যসমুদ্রের ভিড়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা