সকলেই পথ হাঁটে

সকলেই পথ হাঁটে— অন্ধকারে।
মাঝে-মাঝে কোনও এক নাগরিক মনে করে
তাহার ব্যাবৃত্ত পথ হাঁটা
অবিরল গ্যাসে আলো— জানালায় আলো—
তবু এই ফুটপাতে সমারূঢ় গাছের দীর্ঘতা
অজস্র মুখের হিম নিস্তব্ধতা নিয়ে
দাঁড়ায়ে রয়েছে যেন একটি নিবিড় অবয়ব।

কোনও অরণ্যের থেকে হৃত হয়ে আসে নি সে
আমাদেরও নেই কোনও অন্ধকার অরণ্যের
হাওয়ার সঙ্গমে গিয়ে— রাত্রির সঙ্গীতে পরিণতি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা