মসৃণ দস্তানা

মসৃণ দস্তানা প’রে এইখানে জীবনের হাওয়া
যারা ভালোবাসে
তাহারা তুলোর মতো থুতু হয়ে উড়ে যায়
ব্যাপারি বাতাসে।

এইখানে সিংহ-দম্পতির সাথে রৌদ্রের ব্যাদান
পাহাড়ের শব
আর হরিণী’র চোখে সৃজন বিভাত হয়
(থুতু, মেঘ, দিবাস্বপ্ন) হ্রস্ব বাসর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা