অনুভব

নিঃশব্দ পাথরে আছে প্রাণ
রয়েছে প্রবাদ
আমি স্পর্শ করিতেই
হল তার উড়িবার সাধ

তবে সে ধূসর প্রজাপতি
এত ক্ষণ রয়েছিল পাথরের কোলে
ঘাসের তরঙ্গ বেয়ে হয়তো পাথরই ধীরে
মাঠের ও-পারে গেল চ’লে

এমন ঘুমের মতো তারা
এমন অনন্য জগতের
পাথর কী প্রজাপতি
মরণেও পাব না ক’ টের।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা