আকাশের মেঘ / স্ট্যাঞ্জা তিনেক

আকাশের মেঘ থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি প’ড়ে ভিজে গেছে ধুলো
এখন মাটির গন্ধ চারিদিকে টের পাওয়া যায়
স্টেশন ছাড়িয়া ট্রেন চ’লে গেল— এঞ্জিনের কালো ধোঁয়াগুলো
চাঁদের আলোয় যেন বাদুড়ের মতন লাফায়

আধ ঘণ্টা কেটে গেছে: একটা কী দু’টো কালো মোটরের পিছে
ব্রুহ্যাম-ছ্যাকড়াগাড়ি চ’লে গেছে যে যাহার দিকে
কারা এল? ঐ দূরে সাহেবের ল্যাণ্ডোর ল্যাম্প কি জ্বলিছে?
শব্দ নাই কোনও দিকে— বাতাস ছাড়িয়া গেছে ঝাউ গাছটিকে

এখন তোমার নাম ধ’রে ডাকি— ভাবি আমি— তুমি যে কোথায়
এখানের ভিজে মাটি— ঘাস— পাতা— ডালিয়া-কামিনীর ঘ্রাণে
কোনও পাখি জেগে নেই আমার মতন একা— একা— অসহায়
এখন তোমার নাম ধ’রে ডাকি— কই তুমি— কেউ কি তা জানে!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা