ফাল্গুনের কুয়াশায়

ফাল্গুনের কুয়াশায় দেখা গেল
খড়ের প্রান্তরে
হিজল-শাখার পিছে বড়ো চাঁদ দীর্ঘ কাল নড়ে

কোথাও ছিল না কেউ
তবু পৃথিবীর সব প্রীত
মাটির ভিতর থেকে যেন
তিনটি প্রবীণ প্রাণ হল উজ্জীবিত

তারা খড় গুছাতেছে— বহু ক্ষণ
শরীরের মাংস থেকে খ’সে গিয়ে ছায়ায় হারিয়ে
এইখানে— পৃথিবীর— আদি খেতে যেন প্রেম— পেঁচা
চাঁদে পৌছাতে পারে মাখনের পাখনা বাড়িয়ে

সোনালি খড়ের আঁটি বেঁধে যায়
দাঁড়ায়ে দেখে যাই সব
বহু ক্ষণ হরিতকী-কাণ্ডের আড়ালে
ইঁদারার মতন নীরব।

আজ নয়। এক দিন শুধাতাম যদি আমি ইহাদের
নাই কি সত্ত্বের চুক্তি রাষ্ট্রের কাছে
বলিল সম্পূর্ণ চাঁদ: “তরুরও সমাপ্ত হল কাজ।
তোমার মতন কেউ অসমাপ্ত আছে?”

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা