উষ্ণ অভিসার
উষ্ণ অভিসার, নারি, চাই না ক’— বেদে আর মুগ্ধা বেদিনি’র
জীবন চাই না আর; পক্ষিণীর মতো, নারি, চাই না ক’ নীড়
নাই কোনও নীড় কোনও ঘর
পথ থেকে পথ খুঁজে চলি আমি পথের ভিতর
চলি আমি—
তার পর ক্লান্ত হয়ে মুখ তুলে কার যেন দেখা
চাই আমি; গাঢ় চোখে বলিবে সে— নও তুমি একা
গাঢ় চোখে কাছে এসে এই কথা কত দিন তুমি বলেছ তো
রাধা’র মন নয়— অনুরাধা নক্ষত্রের মতো
কত দিন তুমি বলেছ তো
আজ তুমি ঘোমটায় মুখ ঢেকে চ’লে যাও— তাই পাই ভয়
সে কোন শেয়াল এসে খেয়ে গেছে তোমার হৃদয়—
Comments
Post a Comment