যখন চিনির দাম

‘যখন চিনির দাম বেড়ে গেছে ভয়ঙ্কর
তারা খায় স্বেচ্ছায় নুনের পরিজ।
সমস্ত ভণ্ডুল হয়ে গেলে সব পৃথিবীর,
মসৃণ টেবিলে ব’সে খেলে যায় ব্রিজ।
জীবনকে স্বাভাবিক নিঃশ্বাসের মতো মেনে নিয়ে
মঞ্চে বক্তৃতা দেয় কর গুণে— কুকুর ক্ষেপিয়ে।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে;

যেখানে সম্ভ্রম করা সমুচিত— সেখানে ভাঁড়ের মতো হেসে।
‘সমস্ত সভার মাঝে তার পর
দম আর থাকে না ক’ কোনও কুকুরের;
একটি মাছিও আর বসে না ক’ বক্তার নাকে
একটি মশাও তাকে পায় না ক’ টের;
এবং পায়ের নিচে পৃথিবীরও মাটি আর নেই
তবু সবই পাওয়া যাবে চালানির মাল ছাড়ালেই।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে
যেখানে সম্ভ্রম করা সমুচিত— সেখানে ভাঁড়ের মতো হেসে।

‘আমরা সকলে জানি বাণরাজা নক্ষত্রের থেকে
সে-জাহাজ এসে গেছে মৃগশিরা তারকার দিকে;
হয়তো সরমা তাকে তুলে ধ’রে সারমেয়দের
নিকটে পাঠায়ে দেবে নির্জন তারিখে।
সম্প্রতি রুটিন তবে শেষ ক’রে— ঘুমাবার পরে
আবার সে দেখা দেবে আমাদের স্বাভাবিক সুবিধার তরে।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে;
যেখানে সম্ভ্রম করা সমুচিত— সেখানে ভাঁড়ের মতো হেসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা