এই সবুজ মাঠে

এই সবুজ মাঠে
বাদামি, হলদে, চকোলেট পাতার ভিড়
এক-এক বার মনে হয় দুর্গম রহস্যময় বনানির ভিতর
হাতি’দের কবর অই
ধূসর মৃত শরীর ছড়িয়ে আছে সব
নিস্তব্ধ পবিত্রতার ভিতর
মহৎ ধূসর মৃত হস্তী’র পৃথিবী
নীরব হয়ে রয়েছে ঐখানে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা