ভিখিরিনী

ছাগল বাঁদর নিয়ে রাজপথে ঘুরে-ঘুরে তবু
বাঁদর ছাগল আর মানুষের হাল
তিনে এক— একে তিন— ধূসর বাতাসে
ব’লে এক ভিখিরিনী রামছাগলের মতো দাড়ি নেড়ে হাসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা