রাত্রি দিন (সংযোজিত)
এক দিন এ-পৃথিবী জ্ঞানে আকাঙ্ক্ষায় বুঝি স্পষ্ট ছিল, আহা;
কোনও এক উন্মুখ পাহাড়ে
মেঘ আর রৌদ্রের ধারে
ছিলাম গাছের মতো ডানা মেলে— পাশে তুমি রয়েছিলে ছায়া।
এক দিন এ-জীবন সত্য ছিল শেষ শিশিরের মতো স্বচ্ছতায়;
কোনও নীল নতুন সাগরে
ছিলাম— তুমিও ছিলে ঝিনুকের ঘরে
সেই জোড়া মুক্তো মিথ্যে বন্দরে বিকিয়ে গেল হায়!
***
অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়
ক’রে ফেলে বুঝেছি সময়
যদিও অনন্ত— তবু প্রেম সে-অনন্ত নিয়ে নয়।
তবুও তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়:
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ-হৃদয়।
ময়ূখ। শারদীয় ১৩৬১
Comments
Post a Comment