আমার এ-হৃদয়ের

আমার এ-হৃদয়ের কোনও এক পুরাতন প্রেম
পৃথিবীর হৃদয়ের কোনও এক আশা
নিজেদের কথা ভেবে সূর্যের আলোয় বহু দিন
এই বার অনুভব করে
স্ফটিক পাখনা মেলে বোলতা’র ভিড়
যদিও অনেক দিন উড়ে যাবে আরও
সূর্য স্তিমিত হয় তবু।

কোলাহল জ’মে ওঠে তার আগে
শব্দ চ’লে গেলে তার প্রতিধ্বনির মতো রোলে;—
প্রাণবায়ু আপনাকে টের পায় যে-রকম ভাবে
মাথার উপরে দূরে নরকের মেঘে উঠে গিয়ে
নিচে পৃথিবীতে এক টেবিলের ‘পরে তার
শবব্যবচ্ছেদ শুরু হলে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা