চিন্তা যদি রহিত না
চিন্তা যদি রহিত না মানুষের মনে
জিজ্ঞাসার ক্ষুধা জেগে যদি না গোপনে
ব্যথা দিত
তা হলে মানুষ, আহা, কেমন সুন্দর
পাখি-ফড়িঙের মতো এই পৃথিবীর ‘পর
উড়িত— চরিত—
চিন্তা এসে ব্যথা নাহি দিত—
পেতাম হয়তো, আহা, মাছরাঙাটির
অনেক রঙিন রং;— রঙের শরীর
কে দিয়েছে?— তবু মৃত্যু, তবুও বিচ্ছেদ
কেন আসে? প্রেম নষ্ট হয়?
এই সব চিন্তা ক্লেশ ভয়
থাকিত না— থাকিত না কোনও ব্যথা খেদ
রহিত না মরণ— বিচ্ছেদ—
কী-বা হবে— আর কী-বা হয়েছে বিগত
কে খুঁজিত? মৌমাছি চড়াইয়ের মতো
মাঠে ঘাসে, আহা
নাচিতাম— উড়িতাম— গাহিতাম কত
জীবনের শান্ত অনুগত
পাখিরা প্রাণীরা জানে তাহা
মাঠে ঘাসে, আহা
বিধাতা হয়তো আছে নীলাভ আকাশে
আমরা রয়েছি তার নীলমণি ঘাসে
জয়— তার জয়—
মৌমাছি ফড়িঙের মতো
হতাম না হৃদয়ে বিক্ষত
থাকিত না মানুষের মতন হৃদয়—
গাহিতাম বিধাতার জয়
স্বপ্ন যদি রহিত না মানুষের মনে
সৌন্দর্যের ক্ষুধা জেগে যদি না গোপনে
ব্যথা দিত
তা হলে মানুষ, আহা, কেমন সুন্দর
পাখি-ফড়িঙের মতো এই পৃথিবীর ‘পর
উড়িত— চরিত—
চিন্তা এসে ব্যথা নাহি দিত—
Comments
Post a Comment