ভালোবাসার রোমহর্ষ

ভালোবাসার রোমহর্ষ আবার যদি বোধ করি
কোনও এক গভীর চুল ও চোখের মেয়েকে নিয়ে
আশ্চর্য অসম্ভব জীবনের ভিতর আবার যদি চ’লে যাই
কোনও এক ফাল্গুনের বাতাসে
কোনও এক চৈত্রের জ্যোৎস্নায়
তা হ’লে কী হবে?
সেই মেয়েটি কেমন হবে?
জীবন অনেক আবিষ্কার করেছে
কিন্তু এই আর-এক নতুন আবিষ্কার
আমার জন্য অপেক্ষা করছে।
আমাকে যখন সে পাবে তখন বলবে:
তুমি শিশু, জীবনের কী জানো তুমি?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা