ধান পেকে উঠিতেছে
ধান পেকে উঠিতেছে… ধানগুলো ঝরিতেছে— ও-খেতের ধান কিছু হয়ে গেছে কাটা
অপরাহ্নে ধুলো বড়— সাদা ধুলো: সোঁদা ভিজে— গাঁয়ের পথের
সারা-দিন পথ থেকে পথে শুধু— পথ থেকে পথে-পথে হল ঢের হাঁটা
তবুও সে নারীটির কোথাও তো পাই নি ক’ টের—
‘নারী নয়— প্রেতিনী সে-‘ মর্মরি উঠিল বট, ‘মুখে অগ্নি দাও নি কি তুমি সে-শবের?
পচিশ বছর পরে আবার এসেছ কেন পাড়াগাঁয়— শহরের কলরবে চ’লে যাও ফের
সেখানে রয়েছে নারী ঢের-‘
Comments
Post a Comment