ধান পেকে উঠিতেছে

ধান পেকে উঠিতেছে… ধানগুলো ঝরিতেছে— ও-খেতের ধান কিছু হয়ে গেছে কাটা
অপরাহ্নে ধুলো বড়— সাদা ধুলো: সোঁদা ভিজে— গাঁয়ের পথের
সারা-দিন পথ থেকে পথে শুধু— পথ থেকে পথে-পথে হল ঢের হাঁটা
তবুও সে নারীটির কোথাও তো পাই নি ক’ টের—
‘নারী নয়— প্রেতিনী সে-‘ মর্মরি উঠিল বট, ‘মুখে অগ্নি দাও নি কি তুমি সে-শবের?
পচিশ বছর পরে আবার এসেছ কেন পাড়াগাঁয়— শহরের কলরবে চ’লে যাও ফের
সেখানে রয়েছে নারী ঢের-‘

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা