সংগ্রাম

সংগ্রাম— অপচয়;— অপচয়— পীবর সংগ্রাম।
সমস্ত পৃথিবী ভ’রে এই আজ রাত্রি আসিবার আগে সুর
রয়েছে নিরস্ত মেঘ কালো হয়ে অসীম আকাশে
গণিতগণনাহীন ভবিষ্যৎ আছে
আমরা মাছির মতো গিল্টি-করা চিমনির পাশে
উড়িতেছি। (রুদ্রর সস্মিত সম্মুখে)
(সোনার— জলের— শস্য ফলাতেছি)
থাকুক-না মৃত্তিকা বিস্তৃত
রৌরবের বর্ণ নিয়ে বাংলার থেকে দূর প্যালেস্টাইনে
ঐ সব মেঘ স্থির তবু।
আমাদের রক্ত শুধু বিধ্বংসের প্ররোচনা ভরে:
সব শ্রুতি নষ্ট হয়ে যাক এক কালান্তক ঝড়ে
এই চায়; করতলে আমলকী ছিঁড়ে ফেলে দেখা দিক
সিংহের বিসদৃশ নখ;
ওই সব মেঘ স্থির— কঠিন প্রশান্ত বিচারক।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা