এক দিন ভোরে

এক দিন ভোরে উঠে জ্যোৎস্নার হয়েছি অনুচর
রেশম রাত্রির থেকে ঘ্রাণ তার ঘাসে-ঘাসে লেগেছে সুন্দর
এক দিন ভোরে
ধানের সোনার ছড়া ধ’রে
শিশিরেরে করিয়াছি অনুভব আমি
খেত— মেঘ— সোনার সূর্যের মতো রহিয়াছি আমি
আমিও তাদের যেন; আমি?

কোন এক দোয়েল এসে বাসা নিল প্রাণের ভিতর
তার রং রূপ গান পেয়ে আমি আকাশের পর
হয়ে গেছি পাখি
মানুষের জীবনের ঢেউ ছুঁয়ে ব্যথা রক্ত বিয়োগে একাকী
কেমন নীরব
ভুলে গেছি সব?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা