চীনা শ্রমিকের মৃত্যু

জীবন ফুরায়ে যায়
মৃত্যু এক শেষ মুণ্ড— চেয়ে দেখ, হে পৃথিবী, হে সময়—
হলুদ হোয়াংহো নদী, হে সময়, প্রিয়জনময়
ব্যাঙের হৃদয়যন্ত্র যেন কাজ করে
শেষ উদীরিত ধমনীতে
আরও কিছু আলোকের তরে
(অন্ধকার উদ্ভিদ-মৃত্যুর তরে)
পর-পর মৃত্তিকার স্তরে
মাটি হয়ে যেতে-যেতে
ঝুরু-ঝুরু কাজ শুধু: ঘড়ির কাঁটার মতো চক্ষুহীন
হে সময়, হে পৃথিবী, ব্যাঙের হৃদয়যন্ত্র অন্ধকার উদ্ভিদমুখীর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা