ভোর ও ছয়টি বমার: ১৯৪২
কোথাও বাইরে গিয়ে চেয়ে দেখি দু’-চারটে পাখি।
ঘাসের উপরে রোদে শিশিরে শুকায়।
নিজেদের খেতে ধানে— চার-পাঁচজন লোক—
মানবের মতন একাকী।
মাটিরও তরঙ্গ স্বর্গীয় জ্যামিতির প্রত্যাশায়
মিশে গেছে অতীত ও আজকের সমস্ত আকাশে।
দিগন্তে কি ধর্মঘট?— চিমনি… পাখির মতন অনায়াসে
নীলিমায় ছড়ায়েছে। এখানে নদীর স্থির কাকচক্ষু জলে
ঘুরুনো সিঁড়ির মতো আকাশ পর্যন্ত মেঘ সব
উঠে গেছে— অনুভব ক’রে প্রকৃতির সাথে মিলিত হতেই,
অমিলনে সূর্যরোলে জ্যোতির্ময় এলুমিনিয়ম অনুভব
ক’রে আমি দুই তিন চার পাঁচ ছয়টি এরোপ্লেন গুনে
নীলিমা দেখার ছলে শতাব্দীর প্রেতাত্মাকে দেখেছি অরুণে।
সওগাত । কার্তিক ১৩৫৪
Comments
Post a Comment