সমতল পথের ভিতর

সমতল পথের ভিতর দিয়ে মাইলের-পর-মাইল হেঁটে
অবশেষে এই সমুদ্রের পারে এসে দাঁড়িয়েছি
যেন পামিরের তুষার-মৃত্যু ডিঙিয়ে
কাশ্মীরের পরিধিহীন নীল খেতে যাযাবর পাখি এসে থামল।

সমুদ্র বলে: তুমি আমার বুকের ভিতর একটি তরঙ্গ হও
কিংবা হও সিন্ধুসারস—
হও আবেগের সন্তান: বাতাস, রৌদ্র, নক্ষত্রের মতো,
অন্ধকারের মতো;
আমার বুকের ভিতর;
নিস্তব্ধ একাকী হয়ে দাঁড়িয়ে আছ কেন
এক মুহূর্তের ভিতর অজস্র রুপালি রোমশ ফেনার শস্যে আমাকে সে অধিকার ক’রে নিল
(ইটালির আকাশের নিচে) আব্ৰুৎসির বিস্তৃত সবুজ খেত
যেমন দূর মেরুপাহাড় থেকে আগন্তুক পাখি
স্ফটিকের মতো রৌদ্র ও ফসলের কোলাহলে বরণ ক’রে নেয়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা