জননী দাঁড়ায়ে আছে

জননী দাঁড়ায়ে আছে দোলনার পাশে
মনস্বিনী ছায়া
মৃত্তিকার তরে আছে কৃষাণের
গূঢ়তম মায়া।

দূরবীন চেয়ে আছে আকাশের দিকে
আরও কিছু ঋদ্ধি পাবে জানে
নিপুণ কিম্ভুতকার সুবর্ণের প্লেটে
জাগিতেছে শিল্পীর টানে

চক্রের নিকটে স্থির কর্ণধার
ভয়ঙ্কর টাইফুনের রাতে
অথবা বুদ্ধের প্রীতি— স্থিরতর
বধির বোবার মুষ্ঠ্যাঘাতে।

বাজারে— নদীর পারে— সারাদিন
লামারা ঘুরাতে আছে প্রার্থনার চাকা
এইখানে নক্ষত্রের পরিমাপ নিয়ে তবু বিঘূর্ণনে
এরোপ্লেনের দৃঢ় পাখা।

অন্ধকারে পড়ে আছে পিতৃহীন
বেগড়ানো এঞ্জিনের রাশি
যদি তার অকপট মৃত্যু হ’ত
হাতে হাত রাখিত তাহার ভূত আসি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা